একাত্তরের অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত

নিউজ ডেস্ক

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর সম্পৃক্ততা অপরাধ হিসেবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে দলটি।

বাংলাদেশ মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনে এক অনুষ্ঠানে এই দাবি করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ইসলামী পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা রাজনীতিতে কোনো অপরাধ নয়। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। যদি কোনো অপরাধ কেউ করে থাকেন। যেমন, মানুষ খুন করেন, কারও বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারও সম্পদ লুটপাট করেন, কারও ইজ্জতে হাত দেন। তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত।’

‘আমরা যদি কোনো ভুল করে থাকি। কোনো প্রশ্ন ছাড়াই এটা যদি প্রমাণ হয়, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি, জাতির কাছে ক্ষমা চাইবো।’

মুক্তিযুদ্ধের সময় সবাই পাকিস্তানকে সমর্থন করলেও শুধু জামায়াতের নাম এসেছে বলেও দাবি করেন আমির শফিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৫ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের নাগরিক দাবি করে বিনিয়োগের সুরক্ষা চাইলেন এস আলম