একসময় ছোট পোশাকে ঝড় তুলতেন, এখন সন্ন্যাসী!

বিনোদন ডেস্ক:

ভারতে প্রতিবছরই সাধু-সন্ন্যাসীদের নিয়ে আয়োজন করা হয় বাৎসরিক সাংস্কৃতিক উৎসব মহাকুম্ভ। সেই আয়োজনে যোগ দেন একজন সন্ন্যাসী। তার একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়া হলে সেটি সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কারণ, সেই সন্ন্যাসীর রূপ, চালচলনের মাঝে পাওয়া যায় আলাদা কিছু।

ভাইরাল সেই সাক্ষাৎকারে যেই সন্ন্যাসীর সাক্ষাৎকার নেওয়া হয়, তিনি ছিলেন একসময়কার মডেল ও অভিনেত্রী। এর পাশাপাশি উপস্থাপনাতেও সক্রিয় ছিলেন তিনি। অনেকের কাছে আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার হিসেবেও পরিচিত ছিলেন। সে কারণেই হয়তো অনেক নেটিজেন বিষয়টি নিয়ে চমকে যায়।

সেই সন্ন্যাসীর নাম হার্ষা রিচারিয়া। একটা সময় বেশ খোলামেলা পোশাকে মডেলিং করেছেন। তবে তেমন একটা পরিচিতি ছিল না তার।

সন্ন্যাসীদের সেই উৎসবে হার্ষার সৌন্দর্য দেখে এক ইউটিউবার তাকে প্রশ্ন করেন, আপনি এত সুন্দর, অথচ সন্ন্যাসী বনে গেছেন, কেন! জবাবে হার্ষা জানান, ক্যারিয়ারে সফল হলেও শান্তির অভাব ছিল তার জীবনে। আর তাই শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথ বেছে নেন।

হার্ষা রিচারিয়ার বয়স এখন ৩০। তিনি যখন ২৮, অর্থাৎ ঠিক দুই বছর আগে তিনি এই জীবন বেছে নেন নিজের জন্য। এখন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনার কোনো অন্ত নেই।

এই সন্ন্যাসীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক ছবি রয়েছে। এতে স্পষ্ট যে তিনি এখন পবিত্র কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখেন। হামেশাই নিজের সন্ন্যাসী জীবনের সুন্দর মুহূর্তও শেয়ার করেন হার্ষা।

সেই ভিডিওটি ভাইরালের পর রাতারাতি হার্ষার ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যায়। নেটিজেনদের কাছে তিনি সবচেয়ে সুন্দরী সন্ন্যাসীর তকমাও পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজার সংঘাতে ২০৪ সাংবাদিক নিহত
পরবর্তী নিবন্ধঅস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী