সর্বশেষ তাদের দেখা গিয়েছিল ২০০৪ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ ছবিতে। এরপর কেটে গেল প্রায় ১২টি বছর। অন্ধ আভা নাটকে রিয়াজ ও তানজিকা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। অতীতের পাপ থেকে মানুষের কখনোই মুক্তি পাওয়া হয়ে উঠে না। জীবনের কোনো না কোনো সময় তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হয়। এমনই ভাবনা নিয়ে নাটকটির গল্প তৈরি হয়েছে।
নতুন করে আবারও একসঙ্গে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘নানা কারণে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে তানজিকার সঙ্গে কোনো কাজের সুযোগ আসেনি। আগের চেয়ে তানজিকা অভিনয়ে বেশ পরিপক্ব হয়েছে। অন্ধ আভা নাটকের বিষয়বস্তু আমার কাছে ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’
তানজিকা আমীন বলেন, ‘আমি যখন রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথম চলচ্চিত্রে অভিনয় করি তখনই তিনি অনেক বড় তারকা। সেই সময়ই তার কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। এতটা সময় পর আবার যখন ক্যামেরার ফ্রেমে দাঁড়ালাম সেই একই মানুষকেই যেন পেলাম। এত বছর পর কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে।’ আসছে ঈদে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।