একদিনে তিন ডাবল সেঞ্চুরি

পপুলার২৪নিউজ ডেস্ক:
16ডাবল সেঞ্চুরির জন্য তখন অলক কাপালির দরকার ১৪ রান। চট্টগ্রামের কাজী কামরুল ইসলামের এক ওভারেই দুই ছয়ের সহায়তায় ১৪ রান নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়ে যান সিলেট অধিনায়ক কাপালি। একই দিনে জাতীয় লীগে ডাবল সেঞ্চুরি হয়েছে আরও দুটি। সিলেটে ঢাকা বিভাগের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান (২০৪) ও তৈয়বুর রহমান (২৪২)। এছাড়া শেষ রাউন্ডের দ্বিতীয়দিনে বুধবার সেঞ্চুরি করেছেন খুলনার এনামুল হক বিজয় (১২২)। এদিন পাঁচ উইকেট নিয়েছেন বরিশালের তাওহিদুল ইসলাম ও রাজশাহীর মামুন হোসেন।
প্রথম স্তর
সাইফ আগের ম্যাচে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। শেষ রাউন্ডের প্রথমদিনে আবারও সেঞ্চুরি করেন তিনি। ১৩০ রান নিয়ে খেলতে নেমে সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। ১৪ ম্যাচের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এটি সাইফের প্রথম ডাবল সেঞ্চুরি। ৪১০ বলে ২০৪ রানে আউট হন তিনি। ডাবল সেঞ্চুরি করেছেন একই দলের তৈয়বুর রহমানও। ৩০২ বলে ২৪২। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। দুই ডাবল সেঞ্চুরিতে প্রথম স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে ছয় উইকেটে ৫৮৮ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। জবাবে ছয় উইকেট হারিয়ে মাত্র ১০১ রান তুলতে পেরেছে বরিশাল।
ফতুল্লায় প্রথম স্তরের অপর ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে এনামুল হকের সেঞ্চুরিতে ভালো অবস্থানে রয়েছে খুলনা। দ্বিতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে তারা করেছে ২৭২ রান। এনামুল ১৫৩ বলে ১২২ করে আউট হন। প্রথম ইনিংসে মাত্র ২০৭ রানে অলআউট হয় খুলনা। জবাবে ঢাকা মেট্রো ১২২ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে খুলনা এগিয়ে ৩৫৭ রানে। হাতে সাত উইকেট।
দ্বিতীয় স্তর
একই দিন দুটি মাইলফলক ছুঁয়েছেন অলোক কাপালি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছেন তিনি। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ১৮টি সেঞ্চুরির মালিকও কাপালি। চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে আগেরদিন সেঞ্চুরি করেছিলেন সিলেটের ইমতিয়াজ হোসেন। কাল ৫৬ রান নিয়ে খেলতে নেমে চা-বিরতির আগেই ডাবল সেঞ্চুরি তুলে নেন কাপালি। তার ২০০* রান হতেই সাত উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে তিন উইকেটে ১১৫ রান তুলে দিন শেষ করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে চট্টগ্রাম এখনও ৪৪০ রান পিছিয়ে। বগুড়ায় দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে রাজশাহী। তারা প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ৪২ রান তুলতে এক উইকেট হারিয়েছে রাজশাহী। রংপুর প্রথম ইনিংসে ৩৫১ রানে অলআউট হয়। তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন রংপুরের ধীমান ঘোষ।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ও বরিশাল
ঢাকা প্রথম ইনিংস ৫৮৮/৬ ডিক্লেয়ার, ১৫২.৫ ওভারে
(জাহিদুজ্জামান ৫৭, সাইফ হাসান ২০৪, তৈয়বুর রহমান ২৪২।
তাওহিদুল ইসলাম ৫/৮৭)।
বরিশাল প্রথম ইনিংস ১০১/৬, ২২ ওভারে
(আল-আমিন হোসেন ৩৪, সোহাগ গাজী ২৫, মনির হোসেন ১৫*। শাহাদাত হোসেন ২/২১, মোহাম্মদ শরীফ ২/২৮)।

খুলনা ও ঢাকা মেট্রো
খুলনা প্রথম ইনিংস ২০৭। ঢাকা মেট্রো প্রথম ইনিংস ১২২/১০, ৩৬ ওভারে (মেহরাব হোসেন ২২, শরিফুল্লাহ ৩৮। আল-আমিন হোসেন ৩/৩৯, আশিকুজ্জামান ৩/৩১, আবদুর রাজ্জাক ৩/১৫)।
খুলনা দ্বিতীয় ইনিংস ২৭২/৩, ৫৮.২ ওভারে (হাসানুজ্জামান ৫৫
এনামুল হক ১২২, তুষার ইমরান ৭৩। আবু
হায়দার ১/৪৬, আরাফাত সানী ১/৫৯)।

সিলেট ও চট্টগ্রাম
সিলেট প্রথম ইনিংস ৫৫৫/৭ ডিক্লেয়ার, ১৪৩ ওভারে (ইমতিয়াজ
হোসেন ১৩৪, অলক কাপালি ২০০*, জাকির আলী ৭৮।
নাঈম হাসান ২/১৮৯, ইফতেখার সাজ্জাদ ৩/১০৫)।
চট্টগ্রাম প্রথম ইনিংস ১১৫/৩, ৩৮ ওভারে (নাফিস ইকবাল
৫১, ইয়াসির আলী ৫৩*। আবু জায়েদ ২/১৬)।

রাজশাহী ও রংপুর
রাজশাহী প্রথম ইনিংস ১৯১। রংপুর প্রথম ইনিংস ৩৫১/১০, ৯৪.৫ ওভারে (লিটন দাস ৭৪, নাসির হোসেন ৬৮, ধীমান ঘোষ ৯৭।
শফিউল ইসলাম ২/৮৮, সানজামুল ইসলাম ৫/৮১)।
রাজশাহী দ্বিতীয় ইনিংস ৪২/১, ৯ ওভারে (মাইশুকুর রহমান ১৬* জুনায়েদ সিদ্দিকী ২১*। সাজেদুল ইসলাম ১/৯)।

পূর্ববর্তী নিবন্ধটেস্টে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন টেলর
পরবর্তী নিবন্ধস্বামীর আদেশে গাইলেন কিরণ