ভারতের জাতীয় ক্রিকেট দলের এই সময়ের অন্যতম সেরা বোলিং অস্ত্রটির নাম কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিকও আছে কুলদীপের ঝুলিতে।
থাকবেই না বা কেন; রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ বাঁ হাতি স্পিনারকে সরিয়ে দলে জায়গা করে নিয়েছেন তিনি। মান রাখতে হবে না? কিন্তু, জানলে অবাক হবেন সদা হাস্যোজ্জ্বল কুলদীপ একদিন দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন!সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ নিজের সেই অতীতের কথা প্রকাশ করেছেন। কুলদীপের বয়স তখন ১৩। উত্তরপ্রদেশ অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেতে প্রচুর পরিশ্রম করেছিলেন। তার সারাক্ষণের ধ্যন-জ্ঞান ছিল ক্রিকেট আর ক্রিকেট। কিন্তু ভাগ্য তার সহায় হল না!
যে দলে ডাক পাওয়ার জন্য তার এত পরিশ্রম, সেই দলের নির্বাচকেরা ফিরেও তাকালেন না কুলদীপের দিকে। হতাশ হয়ে পড়লেন ১৩ বছর বয়সী সেই কিশোর। অপরিপক্ক মনে চলে এসেছিল আত্মহত্যার চিন্তাও!
তবে কুলদীপ শেষ পর্যন্ত নিজের রাগ আর হতাশা সামলে উঠতে পেরেছিলেন। তাই আজ তিনি ভারতের জাতীয় দলের তুরুপের তাস।
যুজবেন্দ্র চাহালের সঙ্গে জুটি বেঁধে মাত্র ২২ বছর বয়সেই প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন এই চায়নাম্যান বোলার।