‘একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে’

নিজস্ব প্রতিবেদক

একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

বৃহস্পতিবার (৬ মার্চ) পল্লবী থানা বিএনপি ও যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড়া মহল্লায় অনৈতিক কাজ করে একটা বিশৃঙ্খলা চলছে। এটা কখনোই আমরা কামনা করি না। সেই বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের মানুষের আইনের প্রতি যে আস্থা, বিশ্বাস ছিল আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এর দায় দায়িত্ব কিন্তু এই অন্তবর্তী সরকারকেই নিতে হবে।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ করে আমিনুল হক বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে যে অস্থিতিশীল অবস্থা রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে আপনারা আইনের মাধ্যমে শৃঙ্খলার ফিরিয়ে এনে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না।

বিএনপির এই নেতা বলেন, আজকে লেবু কিনতে গিয়েও মানুষ হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে আওয়ামী সিন্ডিকেট এখনও রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত অতি দ্রুত দেশে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি