একটা সিরিজের ফলাফল দিয়ে বিচার করবেন না: সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:
18আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ফলাফলে স্বভাবতাই হতাশ ক্রিকেটাররা থেকে টিম ম্যানেজম্যান্ট।
দর্শকরা তো হতাশা থেকে এখন ক্ষুব্ধ। বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বললেন, শুধু একটা সিরিজ দিয়ে দলকে বিচার না করতে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দুই সফরেও আমি দলে ছিলাম। ঐ সময়ে আমাদের পারফরমেন্স ও বর্তমান সময়ে আমাদের পারফরমেন্স তুলনা করলেই দেখতে পারবেন আমরা কতটা উন্নতি করছি। তাই ওয়ানডে সিরিজের ফল দিয়ে আমাদের পারফরমেন্স বিচার করা ঠিক হবে না। ”

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খুব ভালো সুযোগ পাওয়া গিয়েছিল এই ‘রেকর্ড’ ভাঙ্গার। কিন্তু ব্যাটসম্যানদের অবিশ্বাস্য ব্যর্থতায় তা সম্ভব হয়নি। কাজে দেয়নি অস্ট্রেলিয়ার ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প। দলনেতা মাশরাফি নিউজিল্যান্ডের বিরুপ কন্ডিশনকে অজুহাত হিসেবে ব্যবহার না করলেও সাকিব বিষয়টিকে গুরুত্ব দিলেন।

বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, “৫ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। সুযোগও এসেছিল। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। “

পূর্ববর্তী নিবন্ধসাভারে শিক্ষার্থীসহ দু’জনের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধভক্তের সঙ্গে সেলফি নয়: জেনিফার লরেন্স