একঝাঁক তারকা নিয়ে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’

বিনোদন ডেস্ক : নানা জল্পনা কল্পনার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। একঝাঁক তারকা নিয়ে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সিনেমাটি। এটি যৌথভাবে পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। এসব তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজক স্বপন চৌধুরী।

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বললেন, ‘‘একটি বিষয়ে যদি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনেই কবিতা লেখেন, সেটা কিন্তু দুই রকম হবে। তেমনি রাজীব বাবু একজন পরিচালক, আমিও পরিচালক, আমি একা তৈরি করলে ‘অপারেশন জ্যাকপট’ যেরকম হবে, দুজন মিলে করলে আরো ভালো হবে।’’

কলকাতার পরিচালক রাজীব কুমার বলেন, ‘এত বড় একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাকে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। সবাই আমাদের আশীর্বাদ ও সহযোগিতা করবেন। ঝন্টু ভাই জ্ঞানী মানুষ, তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

সিনেমাটির প্রযোজক স্বপন চৌধুরী জানান, সিনেমাটিতে ৮০ জনেরও বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন। যারা সকলেই দর্শকের কাছে পরিচিত। এর মধ্যে মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্ত জলিল, জিয়াউল রোশন, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজাকে। এছাড়াও থাকছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ডন, ড্যানি সিডাক প্রমুখ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এই লটের চিত্রায়ন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে ফেব্রুয়ারিতে।

উল্লেখ্য, কয়েক বছর আগে অপারেশন জ্যাকপটের ঘটনা নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। তখন সিনেমার চিত্রনাট্য তৈরির দায়িত্ব পান গিয়াস উদ্দিন সেলিম। সে সময় সিনেমাটির বাজেট ধরা হয় ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা। তবে পরে প্রকল্পটি তদারকির দায়িত্ব পায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারা দরপত্র আহ্বান করে। কিন্তু সেখানে বাতিল হয় নির্মাতা সেলিমের প্রতিষ্ঠান। এ নিয়ে অনেক বিতর্কও হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার মুরগি দামও
পরবর্তী নিবন্ধসারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন