একজন নির্বাচন কমিশনার কি বললেন তা দেখার বিষয় নয়: কাদের

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়। এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল।

বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন। স্থানীয় মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ প্রচার শুরু করেন সেতুমন্ত্রী।

দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন-কোথাও নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নেই।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।

প্রচারকালে তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে বলে ভোটারদের মনে করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আবারও যদি তিনি নির্বাচিত হন, তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন ভোটারদের।

 

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়া-১: বিএনপি নেতা বাচ্চুর জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধশরণখোলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৬তম শাখার শুভ উদ্বোধন