নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল রুটের ফ্লাইট চলাচল স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সময়ে বিশ্বের কোনো দেশ থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট আসবে না। বাংলাদেশ থেকেও কোনো ফ্লাইট বিশ্বের কোথাও যাবে না।
রোববার (১১ এপ্রিল) বেবিচক ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও মানবিক সাহায্য, পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো), রিফুয়েলিং ও বিশেষ ফ্লাইট (চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স) চলাচল করবে। এছাড়া দেশের ভেতরে ফ্লাইট চলাচল আগামী ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ ধরনের ফ্লাইটের ক্রু, যাত্রীসহ অন্যান্যদের সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে
বিশেষ কারণে পরিচালিত ফ্লাইটের যাত্রীসহ অন্যান্যদের আসা-যাওয়ার ক্ষেত্রে করোনা ভ্যাকসিন প্রদান বা ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করানো নেগেটিভ সনদ দেখাতে হবে। যারা বাংলাদেশে আসবেন, তাদের বাধ্যতামুলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।