গত বছরের নভেম্বরে নর্দান ইরাকের একটি গ্রামে এ অভিযান পরিচালনা করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রায় ১৮০০ মিটার দূরে থেকে এল১১৫এ নামের স্নাইপার রাইফেল থেকে ৩৩৮ লাপুয়া ম্যাগনাম বুলেট ছোড়া হয়।
এতে তৎক্ষণাৎ দুইজন আইএস সদস্য নিহত হন। ৩০ সেকেন্ড পর আরেকজন মারা যান। আইএস সদস্যরা ইরাকের একটি জনবহুল এলাকায় যেখানে অনেক নারী ও শিশুরা জমায়েত হয়েছিল সেখানে হামলার প্রস্তুতি নিচ্ছিল।
ওই নারী ও শিশুরা আইএসের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। আইএস সদস্যদের ওপর নজর রাখছিলেন ব্রিটিশ সেনারা।
খবরে বলা হয়, ওই নারী ও শিশুদের থামিয়ে একটি দোতালা বাড়ি থেকে তাদের দিকে বন্দুক তাক করে আইএস সদস্যরা। পরে ব্রিটিশ সেনারা অন্য উপায় না পেয়ে ওই নারী ও শিশুদের সাহায্য করতেই আইএস সদস্যদের ওপর গুলি চালান।
ব্রিটিশ সেনাদের ছোড়া বুলেট প্রথমে আইএস সদস্যদের মধ্যে যিনি বন্দুক ধরে ছিলেন তার মাথায় লাগে। পরে তার পাশেই দাঁড়িয়ে থাকা আরেক আইএস সদস্যের বুকে লাগে। তার বুক ভেদ করে পাশে থাকা আরেক আইএস সদস্যের ঘাড়ে লাগে। তৎক্ষণাৎ দুইজন মারা যান। ৩০ সেকেন্ড পর আরেক আইএস সদস্য মারা যান।