নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিতে একজন নেতা দুটি পদে থাকতে পারবেন না। এতে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। জাতীয় পার্টি সংগঠিত করতে আমরা একটি মেধাবী টিম তৈরি করব। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নিজস্ব রাজনীতি করবে। গণমানুষের অধিকার আদায়ে কখনোই পিছপা হবে না জাতীয় পার্টি।’
রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসে রোববার বরিশাল জেলা ও মহানগর নেতারা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে এ সব কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘দেশের একটি দল নেতা কেন্দ্রীক, তাই নেতার অনুপস্থিতিতে দলটি অস্তিত্ব সঙ্কটে পড়েছে। ওই দলের শীর্ষ নেতৃত্বে ভুল আর হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি দেশের মানুষ গ্রহণ করেনি।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময় নেতাকর্মী কেন্দ্রীক রাজনীতি করবে। তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবে। এতে তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়বে পার্টিতে। তৃণমূল নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা থাকলে কোনো দলেই মনোনয়ন বাণিজ্য বা পদোন্নতি বাণিজ্য হতে পারে না।’
গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘২৪ থেকে ২৭ জুন বিভাগীয় সাংগঠনিক সভায় নেতাকর্মীদের পরামর্শে আট বিভাগের জন্য আলাদা টিম গঠন করা হবে। যারা তৃণমূল পর্যায়ে কমিটির কোন্দল নিরসনে পরামর্শ দেবে। এতে জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে।’
বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, বরিশাল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা নেতাদের মধ্যে মো. রফিকুল ইসলাম গফুর, অ্যাডভোকেট এমএ জলিল, আখতার রহমান, আলতাব হোসেন ভাট্টি, এসএম পারভেজ, তালুকদার মোর্শেদ, মঞ্জুরুল আলম খোকন, আব্দুল মান্নান, ফিরোজ আহমেদ, শফিউল্লাহ বাচ্চু, শাহীন নূর এ আলম সাজু।