এক দিন পিছিয়ে যাচ্ছে আইপিএল শুরুর সময়!

স্পোর্টস ডেস্ক:

মুম্বাইতে ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভার পরে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা ইঙ্গিত দিয়েছিলেন যে, আইপিএল ২১ মার্চ শুরু হবে। এবার শোনা যাচ্ছে, বিসিসিআই সেই তারিখ সংশোধন করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।

ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএলের আসন্ন ১৮তম আসর শুরু হবে সম্ভবত ২২ মার্চ শনিবার থেকে। তবে ফাইনালের সম্ভাব্য তারিখ আগের মতো ২৫ মে থাকছে।

সম্প্রচারকারীরাই নাকি চেয়েছেন যে, উইকেন্ড থেকে শুরু হোক ১০ দলের আইপিএলের লড়াই। কয়েক দিনের মধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলে সূত্রের খবর।

আসর শুরুর দিনে পরিবর্তন আসলেও উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু একই থাকছে। মৌসুমের প্রথম ম্যাচেই খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। জানা গেছে, উদ্বোধনী ম্যাচটি হবে কেকেআর-এর ঘরের মাঠে। অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে।

শনিবার রাতে ওপেনিং ম্যাচে নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সম্ভবত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা বৃহস্পতিবার তাদের নতুন অধিনায়ক হিসাবে রজত পতিদারের নাম ঘোষণা করেছে।

বিসিসিআই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সময় সূচি ঘোষণা করেনি। তবে বোর্ড ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে মূল ম্যাচগুলোর সময়সূচি ভাগ করে নিয়েছে। সূত্রের মতে, ফাইনালও আইপিএলের ঐতিহ্য অনুসরণ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শহরে অনুষ্ঠিত হবে এবং সম্ভবত ২৫ মে (রোবার) ইডেন গার্ডেন্সে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আইপিএলের ১০টি ভেন্যু-আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনৌ, মুলানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা এবং হায়দরাবাদ ছাড়াও আসন্ন মৌসুমের ম্যাচগুলো গুয়াহাটি এবং ধর্মশালায়ও খেলা হবে।

পূর্ববর্তী নিবন্ধকুশলের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং লক্ষ্য, সিরিজ বাঁচাতে পারবে অসিরা?
পরবর্তী নিবন্ধমাত্র ২৪ হাজার টাকা জমা দিয়ে জেনিথ ইসলামী লাইফের গ্রাহকের নমিনী মৃত্যুদাবী বাবদ পেলেন ১ লক্ষ ২৪ হাজার টাকা।