এক চোখে ২৭টি কনট্যাক্ট লেন্স!

পপুলার২৪নিউজ ডেস্ক:
৬৭ বছরের মহিলা চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন ছানি অপারেশন করাতে। কিন্তু পরীক্ষা করতে গিয়ে যা পাওয়া গেল তা দেখে হতবাক চিকিৎসকেরা। একটা দুটো নয়, চোখে আটকে রয়েছে ২৭টি কনট্যাক্ট লেন্স। এর জেরে অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেন তারা।

লেন্সগুলি আটকে থাকায় চোখের একটি জায়গায় নিল হয়ে রয়েছে। মহিলা নিজেও বুঝতে পারেননি তার চোখে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স। দেখতে সমস্যা বা অস্বস্তি হওয়ায় তিনি মনে করেন যে বয়সের জন্য চোখ শুকিয়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।

গতবছর নভেম্বর মাসে ঘটনাটি ঘটেছে। তবে ব্রিটিশ মেডিকেল জার্নালে তা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

চিকিৎসক রূপল মোর্জারিয়া জানিয়েছেন, এই প্রথম তাদের সামনে এমন একটি কেস এসেছে। ১৭টি সেন্স এক সঙ্গে আঠকে ছিল অথচ মহিলা নিজে সেটার টেরই পায়নি। এটা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার কারণ সাধারণত লেন্স আটকে থাকলে প্রচণ্ড জ্বালা করার কথা।

প্রথমে ১৭ ও পরে ভালো করে খতিয়ে দেখতে আরও ১০টি লেন্স পাওয়া যায় মহিলার চোখে।

মহিলা জানান, গত ৩৫ বছর ধরে তিনি কনট্যাক্ট লেন্স ব্যবহার করছিলেন। এক মাস পর চোখ থেকে খুলে সেগুলি পাল্টাতে হয়। কিন্তু, তা করেননি ওই ব্রিটিশ মহিলা। বরং চোখেই সেইগুলি জমা হতে থাকে।

তাঁর চোখে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে তাই আপাতত ছানি অপারেশ পিছিয়ে দেওয়া হয়েছে।

– ইন্টারনেট

পূর্ববর্তী নিবন্ধনিলয়-শখের ডিভোর্স, অপেক্ষা আনুষ্ঠানিকতার
পরবর্তী নিবন্ধবলিউডে নারী নির্মাতাদের লালসায় পরিণত হচ্ছে উঠতি নায়কেরা