এক কার্যদিবস পরেই পতনের মধ্যেই শেয়ারবাজার

ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর) সমন্বয়ের সময় ৬ মাস বাড়ানোর সংবাদে গতকাল রোববার (১০ মার্চ) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও তা টেকসই হয়নি। এক কার্যদিবস পরেই আজ সোমবার (১১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকে পতন হয়েছে।

সূচক পতনের মধ্যে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়লেও সিএসই কমেছে। তবে সূচকের সঙ্গে দুই বাজারেই পতনের খাতায় নাম লিখিয়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

ডিএসইতে এ দিন লেনদেনে অংশ নেয়া ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ারের দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ব্যাংকের অতিরিক্ত এডিআর সমন্বয় নিয়ে শেয়ারবাজারে আতঙ্ক দেখা দেয়ার মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা জারি করে এডিআর সমন্বয়ের সময়সীমা ৬ মাস বাড়িয়ে দেয়া হয়। এডিআর সমন্বয়ের সময় বাড়ানোর নির্দেশনা আসার পরের কার্যদিবসে রোববার (১০ মার্চ) শেয়ারবাজার বড় উত্থানের দেখা দেয়।

এদিকে মূল্য সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও সোমবার (১১ মার্চ) ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৬২ কোটি ১৪ লাখ টাকা। সে হিসেবে তুলনায় লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৭০ লাখ টাকা।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে ১০ হাজার ৫৮২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টি শেয়ারের।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু হলের ভিপি আকমল, জিএস মেহেদী
পরবর্তী নিবন্ধরাজশাহীতে রূপালী ব্যাংকের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন