পপুলার২৪নিউজ ডেস্ক:
এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরে যায় টাইগাররা। প্রথম ম্যাচে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। উইকেট পাওয়ার দিক থেকে বাংলাদেশি বোলারদের মধ্যে এগিয়ে ছিলেন রুবেল হোসেন। চার ওভার বল করে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।
এদিন নিউজিল্যান্ড ইনিংসের নবম ওভারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বল তুলে দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। এই ওভারে চার রান দেন রিয়াদ। এরপর ১৩তম ওভারে আবারও রিয়াদকে আমন্ত্রণ জানান মাশরাফি। এই ওভারটি রিয়াদের জন্য মোটেও সুখকর হয়নি। ওভারটিতে তিনি দেন ২৮ রান। ওভারের ছয়টি বলে রান আসে যথাক্রমে ছয়, দুই, ছয়, চার, চার, ছয়। ছয়টি বলেই স্ট্রাইক প্রান্তে ছিলেন এই ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যান কলিন মুনরো।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এক ওভারে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড রুবেল হোসেনের। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওভারে ২৯ রান দিয়েছিলেন তিনি। তারপরই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।