পপুলার২৪নিউজ ডেস্ক:
একটি মাত্র উপসনালয়, কিন্তু তার মধ্যেই সবকটি ধর্মের মানুষের প্রার্থনার ব্যবস্থা রয়েছে। এ যেন অদ্বৈতবাদের নতুন এক নজির। আর এমনই একটি উপসনালয় আছে রাশিয়ার সিটি অফ কাজানে।
১৯৯২ সালে মানবতাবাদী হিসেবে পরিচিত ইলদার খানভ নামের এক ব্যক্তি এর পত্তন করেন। এতে ১৬টি ধর্মের মানুষ নিয়মমাফিক উপাসনা করে আসছেন।
ইউনিভার্সাল টেম্পল বা বিশ্বজনীন এ উপাসনালয়টি তৈরি করার সময় ১৬টি বিভিন্ন ধর্মের উপাসনাগারের স্থাপত্যের চিহ্ন লক্ষ্য করা যায়।
শোনা যায়, এমনও একটি ধর্মের সাক্ষ্য বহন করছে এই মন্দির, যেটি কি-না অধুনা অবলুপ্ত। তবে এ মন্দিরের ভেতরে বা সংলগ্ন এলাকায় কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় না। কারণ, এটি একটি বিশেষ প্রতীকী মন্দির। এ মন্দিরের নির্মাণকাজ এখনও অসম্পূর্ণ। এই মন্দির তার ধারণক্ষমতা বাড়াতে রোজই নিজের মধ্যে অঙ্গীভূত করার চেষ্টা করছে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসকে।
এটি আসলে, ধর্মীয় উপাসনাগার যেমন হয়, তেমন কিছু নয়। এতে একটা জিনিস বড় করে দেখা হয়। সব ধরনের মানুষের জন্য একটা মিলনমেলা হিসেবে মনে করা হয় খানভের এ উদ্যোগকে। এটা আসলে এক ধরনের পুনর্বাসন কেন্দ্র। সব ধরনের গোঁড়ামি থেকে উন্মুক্ত হয়ে বিশ্বজনীন মানবতাবোধে উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণাও দেওয়া হবে এতে।
ইলদার খানভ মারা যান ২০১৩ সালে। ব্যয়বহুল উপাসনাগারটির নির্মাণকাজ শেষ হয়নি এখনও। বর্তমারেন খানভের সহকারী এর নির্মাণকাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন। সূত্র: ড্রিমটাইমস ডটকম