এই পরাজয়ে চিন্তিত নন হাথুরুসিংহে

পপুলার২৪নিউজ ডেস্ক:

একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চে লড়াইয়ে নামতে হবে- এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়! তার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও বোলিং ব্যর্থতায় ম্যাচ হার। ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে বিদ্রুপ। এমনকী মাশরাফির অধিনাকত্বকেও অনেকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। কিন্তু এমন পরাজয় নিয়ে মোটেও চিন্তিত নন টাইগার কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহের মতে, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল স্রেফ একটি বাজে দিন। ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো হলে ফলও হতে পারে দারুণ কিছু। কোচের ভাষায়, “ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। বিশেষ করে ইংল্যান্ডে, মেঘলা আকাশের নিচে এরকম হতেই পারে। আমি আশা করি, মূল মঞ্চে যাওয়ার আগেই সব ঠিক হয়ে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করলে ভালো কিছু হবে আশা করি।

শিষ্যদের নিয়ে কোচ এতটাই আত্মবিশ্বাসী যে, দুটি প্রস্তুতি ম্যাচ থেকে কিছুই বদলাতে চান না তিনি। দুটি অবিশ্বাস্য পরাজয়ে দলের আত্মবিশ্বাস অনেকটাই এলোমেলো হয়ে যাওয়ার কথা। কিন্তু কোচ সেটা মনে করেন না। তার ভাষায়, “বদলানোর কিছু নেই। দুটিই ছিল স্রেফ প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচেই আমরা নানাভাবে অনেক কিছু চেষ্টা করেছি। মূল ম্যাচে আমাদের অ্যাপ্রোচই অন্যরকম হবে। ”

কোচের এই আত্মবিশ্বাস যদি মাঠের খেলায় টাইগাররা রক্ষা করতে পারে তাহলেই হেসে উঠবে বাংলাদেশ। উল্লাসে মাতবে কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার
পরবর্তী নিবন্ধচিকিৎসাধীন অবস্থায় হাতকড়া:ওসিসহ চারজনকে ৫ জুন হাজির হওয়ার নির্দেশ