পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মেয়রপ্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু।
তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোট সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে নৌকা মার্কার জয় হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত।
বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানের পর এ কথা বলেন তিনি।
সকাল ৮টা থেকে রসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির মেয়রপ্রার্থী কাওছার জামান বাবলা।
তবে ভোটের শুরুতে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু থাকবে কিনা সে ব্যাপারে অবশ্য শঙ্কা প্রকাশ করেছেন বাবলা।
চার স্তরের নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই শীত উপেক্ষা করে ভোর থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। এ সময় ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে।
রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ ও সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০৩ বর্গকিলোমিটার আয়তন রংপুর সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। ৩৩ ওয়ার্ডে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। এর মধ্যে ১০৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন থাকছে।
এবারের নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। সিসি ক্যামেরা থাকবে তিনটি কেন্দ্রে।