সাইদ রিপন:
পঞ্চম উপজেলা নির্বাচনে ৫ দিনের জন্য মাঠে থাকবে আইন
শৃঙ্খলাবাহিনী। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিব
মোস্তফা কামাল উদ্দীন স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা
বিষয় পরিপত্র জারি করা হয়েছে।
১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ চার ধাপের ভোট উপজেলা ভোট হওয়ার
কথা রয়েছে। ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও ভোটের পরে দুই দিন মিলিয়ে
পাঁচ দিন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পুলিশ, বিজিবি,
র্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ, ব্যাটালিয়ান আনসার থাকবে
শৃঙ্খলা রক্ষায়। গ্রাম পুলিশও থাকবে ভোটকেন্দ্রের নিরাপত্তায়। নির্বাহী ও
বিচারিক হাকিম থাকবে আচরণবিধি প্রতিপালনে। রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট
প্রশাসন-পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থাা নেবে।
৩২ ঘণ্টা আগে প্রচারণা শেষ, ৭ দিন আগে বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ, ভোটের ৩২
ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে ভোটের ৭
দিন আগে থেকে বৈধ অস্ত্র লাইসেন্সধারীদের অস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ
করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, ভিডিপি সদস্য ও গ্রাম
পুলিশ থাকবে সাধারণ ও গুরুত্বপ‚র্ণ কেন্দ্র ভেদে। সাধারণ কেন্দ্রে ১৪ জন,
গুরুত্বপ‚র্ণ কেন্দ্রে ১৫ জন, বিশেষ এলাকায় (পার্বত্য, হাওর ও দ্বীপ)
সাধারণ কেন্দ্রে ১৫ জন ও গুরুত্বপ‚র্ণ কেন্দ্রে ১৬ জন নিয়োজিত থাকবে।
এবার উপজেলা ভোটে চার ধাপ মিলিয়ে ৪৫৯ উপজেলায় ৫ হাজার ৮২০ জন মনোনয়নপত্র
জমা দিয়েছেন। এরমধ্যে অন্তত ১২২ জন একক প্রার্থী রয়েছে।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থাানীয় প্রশাসন ও
পুলিশকে ‘তৎপর’ হতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, জননিরাপত্তা বিভাগের
সচিব ও পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন
কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সংশ্লিষ্টদের কাছে আলাদা আলাদাভাবে
ইসির এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। ইসির উপ-সচিব আতিয়ার রহমান জানান,
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকেও এ বিষয়ে
কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। ভোটকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক
অভিযোগের মধ্যে সাংসদদের ঠেকাতে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন প্রধান
নির্বাচন কমিশনার। এবার প্রশাসন-পুলিশের শীর্ষ কর্মকর্তা ও মাঠ পর্যায়ে
কর্মকর্তাদের কাছে চিঠি দিল ইসি।