নিউজ ডেস্ক:
উন্নয়নমূলক কাজ করতে গিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে দুর্নীতির কবলে পড়ে বেসরকারি সংস্থাগুলো (এনজিও)। এনজিওগুলো দেশের উন্নয়নে কাজের স্বীকৃতি চায় বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (৭ অক্টোবর) এনইসি সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মোট ৭৮ জন প্রতিনিধি সভায় অংশ নেন।
এনজিও প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের উন্নয়নে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে। দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণে অন্তরায় হিসেবে এনজিওগুলো বলেছে, সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি, প্রশাসনের অসহযোগিতা, বিদেশে থাকা দূতাবাসগুলোর অসহযোগিতা। তাদের মতামত তুলে ধরে সরকারের করণীয় পরামর্শ আকারে শ্বেতপত্রে অন্তর্ভুক্ত হবে।
তিনি আরও বলেন, নারী ও বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধ বিদ্বেষমূলক প্রচারণা হয়। তা উন্নয়নের পথে বাধা বলে মনে করে এনজিওগুলো। এ সব বিষয় শ্বেতপত্রে অন্তর্ভুক্ত করা হবে।