পপুলার২৪নিউজ প্রতিবেদন :
উত্তরার ৪ নম্বর সক্টেরে আর বমিানবন্দর রোডরে সংযোগস্থলে একটি প্লটরে কারণে রাস্তাটি প্রশস্ত করা যাচ্ছলি না। এ অবস্থায় প্লটরে মালকি শফকি হোসনে ও শাহরযি়ার হোসনে এগযি়ে আসনে। অনকে দামরে এই প্লটরে দশমকি ৬৭ কাঠা তাঁরা দান করে দনে ঢাকা উত্তর সটিি করপোরশেনক।
এই উদারতা দখোনোর কারণে ময়ের আনসিুল হক আজ সোমবার তাঁদরে ফুল দয়িে শুভচ্ছো জানান। বলনে, ‘আমাদরে উন্নয়ন র্কাযক্রমে সহায়তা করতে নগরবাসী যখোনে নজিরে মালকিানাধীন জমি দান করছনে, সখোনে কোনো জায়গা জবরদখল করে রাখা আর কারও পক্ষে সম্ভব হবে না।’
বমিানবন্দর রােডসংলগ্ন উত্তরা ৪ নম্বর সক্টেররে ৪ নম্বর রােডরে ১/এ প্লটরে মালকি শফকি হােসনে ও শাহরয়িার হােসনে। তাঁদরে মালকিানাধীন প্লটরে দক্ষণি দকিে আবাসকি এলাকার প্রবশেমুখে ১০ ফুট প্রস্থ এবং ৪৮ ফুট দর্ঘ্যৈরে অতি উচ্চমূল্যরে প্রায় দশমকি ৬৭ কাঠা জায়গা তাঁরা রাস্তা নর্মিাণরে ডএিনসসিকিে দান করতে মৗেখকি সম্মতি জানয়িছেনে।
উত্তরা ৪ নম্বর সক্টেররে এই রাস্তাটি পছেনরে দকিে ৩০ ফুট প্রশস্ত থাকলওে বমিানবন্দর রােডরে সংযােগস্থল-সংলগ্ন ১/এ প্লটরে কারণে এটি সরু হয়ে ২০ ফুট চওড়া হয়ে গয়িছেলি।