উত্তপ্ত পরিস্থিতিতে ভারতে রাষ্ট্রদূত বদল করছে পাকিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক :
উত্তপ্ত পরিস্থিতিতে ভারতে রাষ্ট্রদূত বদল করছে পাকিস্তান

কাশ্মীর, কূলভূষণ যাদব, সার্জিক্যাল স্ট্রাইক, সীমান্তে হামলাসহ নানা ইস্যুতে পাকিস্তান-ভারত সম্পর্কের পারদ এখন চরমে। এমন পরিস্থিতিতেই ভারতে হাই কমিশনার বদল করছে পাকিস্তান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য ট্রিবিউন

বিগত তিন বছর ধরে নয়াদিল্লিতে দায়িত্ব পালন করে আসা রাষ্ট্রদূত আবদুল বাসিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ।

জানা গেছে, আবদুল বাসিতের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন তুরস্কে পাকিস্তানি রাষ্ট্রদূত হিসাবে কর্মরত থাকা সোহেল মাহমুদ। ৫৫ বছর বয়সী সোহেল তুরস্ক থেকেই ভারতে ভিসার জন্য আবেদন করেন। এরইমধ্যে তাঁর ভিসার আবেদনও মঞ্জুর করেছে নয়াদিল্লি।

আগামী এক মাসের মধ্যেই ভারতে পাকিস্তান হাই কমিশনের দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ। ১৯৮৫ সালে তিনি একজন কূটনীতিক হিসেবে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ে যোগদান করেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিগবস প্রতিযোগী ওমের নতুন কু-কীর্তি!
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ‘রংবাজ’ নির্মাতার