কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে শবেবরাতের রাতে ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উখিয়ার বিভিন্ন হাসসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী জানান, থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে রাতে কিছু রোহিঙ্গা ইয়াবা সেবন করছিল। এ সময় স্থানীয় কয়েকজন শবেবরাতের রাত হওয়ায় রোহিঙ্গাদের ইয়াবা সেবনে বাধা দেয়। এ সময় রোহিঙ্গারা সংঘবদ্ধ হয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালায় রোহিঙ্গারা। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় ও রোহিঙ্গারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, রোহিঙ্গা ও এলাকাবাসীর সংঘর্ষের খবর পেয়ে তিনি নিজেই অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।