পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাকিব আল হাসানের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা আব্দুর রাজ্জাক ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ সদস্যের প্রাথমিক দলে। সীমিত সুযোগে ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইয়াসিন আরাফাত। প্রথমবারের মতো এসেছেন প্রাথমিক দলে।
দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের ৩২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন। চোটের জন্য দলে নেই নাসির হোসেন।
আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানান, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে ডাক পাওয়া খেলোয়াড়দের সেদিন সকাল পৌনে নয়টায় রিপোর্ট করতে হবে।
বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান, আব্দুর রাজ্জাক।