উ.কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ জাপান

পপুলার২৪নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়া আবারও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সোমবার এই পরীক্ষা চালানো হয়।

এ নিয়ে চলতি মাসে উত্তর কোরিয়া তিনবার সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। খবর বিবিসি ও রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, সোমবার উত্তর কোরিয়ার স্কুড ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে আঘাত হেনেছে।

জাপানের দাবি, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ অর্থনৈতক জোনে আঘাত হেনেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

পর্যবেক্ষকরা বলছেন, এক মাসের মধ্যে তিনবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রের সক্ষমতাকেই নির্দেশ করছে।

উত্তর কোরিয়ার সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কার্যক্রমের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপক্ষো একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি।

সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর কোরিয়া স্বল্পপাল্লার স্কুড ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে মজুদ গড়ে তোলে। পরিমার্জিত স্কুড ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রিয়া উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
পরবর্তী নিবন্ধএকনজরে কান পুরস্কার ২০১৭