ঈদের ছুটি বাড়লো একদিন

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সচিবালয়ে ৬ নম্বর ভবনে অফিস থাকা ওই মন্ত্রী ২৭ জুন একদিন ছুটি বাড়ানোর বিষয়টি জানান।

এতে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন