নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল ফিতরের আগেই বেতন ও বোনাস পরিশোধ করেছে শতভাগ পোশাক কারখানা। তৈরি পোশাক মালিমদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমাদের জানা মতে প্রায় শতভাগ কারখানায় বোনাস বা উৎসব ভাতা প্রদান করা হয়েছে। ২০১৮ সালের মে মাসের বেতনভাতা প্রদান করা হয়েছে শতভাগ কারখানায়।
তিনি বলেন, এখন পর্যন্ত ঈদের ছুটি প্রদান করা হয়েছে ৯০ শতাংশ কারখানায়। আজকের মধ্যেই অবশিষ্ট কারখানাগুলোতে ছুটি প্রদান করা হবে।
সরকারকে ধন্যবাদ জানিয়ে এ ব্যবসায়ী জানান, গার্মেন্টস শিল্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য গার্মেন্টস মালিকরা যাতে ঠিক সময়ে ব্যাংকের সংযোগিতা পেতে পারেন, সে ব্যবস্থাই সরকার নিয়েছে। ব্যাংকগুলো এ ব্যাপারে সহায়তা করেছে।
প্রসঙ্গত, বেতন বোনাসের দাবিতে প্রতিবারই কোথাও না কোথাও সড়ক অবরোধ, মানববন্ধন বা বিক্ষোভ হয়৷ দু’দিন আগে সাভারে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷