কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
এবারের ঈদে নৌপথে যাতায়াতে যাত্রীদের কোনো বিড়ম্বনা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার সকালে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ-নির্বিঘ্ন ও সুষ্ঠু ঈদ ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এ সময় তিনি ফেরি পারাপারে সিরিয়াল মেনটেন করতে বিআইডব্লিউটিসিকে নির্দেশ দেন। জরুরি অ্যাম্বুলেন্স ও ভিআইপি পারাপারে আরও সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের আয়োজনে নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় সভায় সিটি কর্পোরেশনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঢাকা নদীবন্দরের কর্মকর্তাগণ, লঞ্চ মালিক সতিমির সদস্য, শ্রমিক ফেডারেশরেন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম, ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ।
সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় আমরা ঈদুল ফিতরে নৌপথে যাত্রী পারাপার সুষ্ঠুভাবে ও নির্বিঘ্ন করতে পেরেছি। আশা করি এবারের ঈদযাত্রাও সবার সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। যাত্রীদের কোনো হয়রানি বা বিড়ম্বনায় পড়তে হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যা, ডেঙ্গু ও গুজব নিয়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ধ্বংস করার চক্রান্ত চলছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য গুজব রটানো হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়িয়েছিল, সেটাতে আমরা জয়ী হয়েছি। সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
এ সময় প্রতিমন্ত্রী সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাঁপ কমাতে গার্মেন্টসের ছুটি একসঙ্গে না দিয়ে পর্যায়ক্রমে দেয়ার জন্য বিজিএমইএর নিকট আহ্বান জানান। তিনি বলেন, গার্মেন্টেসের ছুটি পর্যায়ক্রমে হলে সড়ক, রেল ও নৌপথের ওপর চাপ কমবে এবং যাত্রী পারাপার সহজ হবে।
এর আগে প্রতিমন্ত্রী সদরঘাট টার্মিনাল এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে নেতৃত্ব দেন।