নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রাকে ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃষ্টির কারণে আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের টানেলে ঈদের জামাত শেষে মন্ত্রী এ দাবি জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার সড়কের অবস্থা খুব ভালো ছিল। প্রশাসনসহ সবার প্রচেষ্টায় মানুষ স্বস্তি নিয়ে ঈদ করতে পেরেছে। আমাদের ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনো দৃশ্যমান হয়নি। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা।’
সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে।’
সংসদ ভবনের এই জামাতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেন।