পপুলার২৪নিউজ ডেস্ক:
ইয়েমেনের উপকূলে সোমালিয়ান শরণার্থীবাহী একটি নৌযানে হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যে, একটি হেলিকপ্টার গানশিপ থেকে গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। খবর বিবিসির।
সংস্থাটি জানায়, বাব আল-মান্দাব প্রণালী দিয়ে শরণার্থী বোঝাই নৌযানটি প্রবেশের সময় এতে হামলা চালানো হয়।
এদিকে ছবিতে নৌযানটিতে লাশের স্তূপ দেখা গেছে। পরে নৌযানটি থেকে ৮০ জনের মতো শরণার্থীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
নৌযান থেকে উদ্ধার এক ব্যক্তি অবশ্য দাবি করেছেন, হেলিকপ্টার গানশিপ এবং একটি সামরিক জাহাজ যৌথভাবে এ হামলা চালিয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে শুক্রবার ইয়েমেনের এক মসজিদে হামলায় ২২ জন নিহত হয়েছেন। পশ্চিম মারিবের কোফাল মিলিটারি ক্যাম্পের ভেতরে অবস্থিত ওই মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
উল্লেখ্য, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হামলা করে আসছে। এত বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে। দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।