পপুলার২৪নিউজ প্রতিবেদক :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।
ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপ শুরু করেছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেছেন মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ সংলাপের মাধ্যমে দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সংলাপ শুরু হলো। তবে এদিন সকালে বিএনএফ’র সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও বন্যার্তদের ত্রাণ দেয়ার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেয়নি দলটি।