বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের ‘ই-প্রকিউরমেন্ট’ বিষয়ক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরবর্তী ইসি গঠনের আগেই আইন প্রণয়ন করতে আওয়ামী লীগের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় এই আইনটা ঝটপট তৈরি করা যায় না। এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। সে কারণে এই আইনটা চিন্তা ভাবনা করে করা উচিত। সেক্ষেত্রে আমি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনার অপেক্ষা করছি।
তবে গত ৪ জানুয়ারি এক অনুষ্ঠানের পর আইনমন্ত্রী দাবি করেছিলেন, যেকোনো সময় এই আইন তৈরি করার মত সামর্থ তার মন্ত্রণালয়ের রয়েছে।
আওয়ামী লীগ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন সংক্রান্ত আলোচনায় অংশ নেয়।
আলোচনায় রাষ্ট্রপতির কাছে দেয়া প্রস্তাবে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সম্ভব হলে এখনই একটি উপযুক্ত আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করা যেতে পারে।
সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশন হবে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে। এ বিষয়ে প্রণীত আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন।