পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবসায় পর্যালোচনা সভা ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ভাষণ দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহ্বুব-উল-আলম। সভায় বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, আব্দুস সাদেক ভুঁইয়া, মু. শামসুজ্জামান, মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল জব্বার, জাফর আলম, মোহাম্মদ আমিরুল ইসলাম ও মুহাম্মদ কায়সার আলী। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ১৭টি জোন, কর্পোরেট শাখা ও নির্বাচিত শাখাগুলোর প্রধান এবং উর্ধ্বতন নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে মো. আব্দুল হামিদ মিঞা বলেন, ইসলামী ব্যাংকের সেবা দেশের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে ব্যাংকের প্রতিটি জনশক্তিকে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি ব্যাংকের সামগ্রিক ব্যবসায় পর্যালোচনা ও মূল্যায়ন করে ব্যবসায় পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।