ইসলামী ব্যাংকের ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’ ভার্সন – ৩.০৬-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ব্যাংকের চেয়ারম্যানওবায়েদ উল্লাহ আলমাসুদ প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুসসালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুলজলিল, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুলমওলা, শরী’আহ সুপারভাইজার কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুসসামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমরফারুকখান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স উইং প্রধান মোঃ মাকসুদুর রহমান এবং অডিট অ্যান্ড ইন¯েপকশন ডিভিশন প্রধান মোহাম্মদ ওবায়দুল্লাহসহ প্রধান কাযালয়ের ঊর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক-বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-পাকিস্তান
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব