পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসরায়েলি সীমান্তের কাছে গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে মোহাম্মদ আল জাহজুহ নামে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের তরফ থেকে আরও জানানো হয়েছে, পেটে গুলি লেগে নিহত হয়েছেন ২৮ বছর বয়সী আবদুল আজিজ আবু শ্রীয়া। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন ৪০ বছর বয়সী মাহের ইয়াসিন।
মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, চার চিকিৎসক, দুই সাংবাদিকসহ প্রায় ৪০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছে।