ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। মধ্য আমেরিকার দেশটি ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (১১ অক্টোবর) নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে দেশটি তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

গাজাযুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে শুক্রবার নিকারাগুয়ার সংসদে এ-সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়েছে।

নিকারাগুয়ান সরকার বলেছে, ইসরায়েলের নির্বিচার হামলা এখন শুধু গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। সিরিয়া, ইয়েমেন ও ইরানেও সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

ইরানের সঙ্গে নিকারাগুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশটি এর আগেও দুইবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। প্রথমবার ১৯৮২ সালে এবং পরবর্তীতে ২০১০ সালে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিকারাগুয়ার এই পদক্ষেপটি মূলত প্রতীকী। ইসরায়েল ও মধ্য আমেরিকার দেশটির মধ্যে সম্পর্ক কার্যত অস্তিত্বহীন।

পূর্ববর্তী নিবন্ধএক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ
পরবর্তী নিবন্ধ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেলো গ্রামীণ ব্যাংক