আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৫ জুন) উত্তর গাজার আল-শাতি শরণার্থীশিবিরে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার বোনসহ ১০ স্বজন নিহত হয়েছেন।
গাজার জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন।
তাদের মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোন জাহরা হানিয়াও রয়েছেন। কয়েকজনের মরদেহ এখনো বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। মরদেহগুলো বের করে আনার মতো সরঞ্জাম আমাদের কাছে নেই। খবর আল জাজিরা
এর আগে ঈদুল ফিতরের দিন আত্মীয়ের বাসায় যাওয়ার পথে গাজায় ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও চার নাতি-নাতনি নিহত হন।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ৬০ আত্মীয়-স্বজন হারিয়েছেন হানিয়া। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭ হাজার ৬৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৬ হাজারের বেশি।