ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক বিক্ষোভকারী। শুক্রবার রাতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার ইসরায়েলি সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে সাদি-আব্দেল-আল নামের ১১ বছরের এক কিশোর রয়েছে।
ইসরাইলি সেনা কর্তৃপক্ষের দাবি, প্রথমে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী বিভিন্ন পয়েন্টে জড়ো হয়। এরপর তারা সীমান্তের বেড়া ভাঙার চেষ্টা করলে সেনাবাহিনী গুলি ছোড়ে। এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ও আগুনের গোলা নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা।
হাশেম হাসান নামে এক ফিলিস্তিনি জানান, সাদি আব্দেল-আল কয়েকটা পাথর ছুড়েছিল। যা অল্প কিছুদূর গিয়েছিল মাত্র। ইসরাইলি সেনাদের কাছেও যায় নি। তারা প্রায় ৭০ মিটার দূর থেকে গুলি করে সাদিকে হত্যা করেছে।
পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স, নিহত ৫
পরবর্তী নিবন্ধমোনালিসার রহস্যময় হাসির কারণ থাইরয়েডের সমস্যা!