পপুলার২৪নিউজ ডেস্ক :
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরান পারমাণবিক চুক্তিতে থাকবে যদি তার স্বার্থ নিশ্চিত করা হয়। খবর রয়টার্স
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতেই থাকবে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির মেয়াদ থেকে প্রত্যাহারের পর তার স্বার্থ অন্য স্বাক্ষরকারীর দ্বারা নিশ্চিত হয়।
অস্ট্রেলিয়ার ভিয়েনায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পারমাণবিক চুক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে এতে সংশ্লিষ্ট একটি দেশও উপকৃত হবে না। এ সময় ইরানি স্টেট টেলিভিশন রুহানির বক্তব্য সরাসরি সম্প্রচার করে।