পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সন্ত্রাসবাদে মদদদান ও সাইবার হামলার জবাবে নতুন পদক্ষেপ ঘোষণা করবেন। ইরান নিয়ে তাঁর নতুন কৌশলের অংশ হিসেবে তা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকবি স্যান্ডার্ড শুক্রবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তিতে শুধু ইরানের একটি ‘দুর্ব্যবহার’কে বিচার-বিবেচনা করছেন এমন নয়, তিনি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, গোটা অঞ্চলকে অস্থিতিশীল করা, সন্ত্রাসবাদের প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক, সাইবার হামলা ও অবৈধ পরমাণু কর্মসূচি—সব বিষয় বিবেচনা করছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট এমন একটি বিস্তৃত কৌশল নিতে চান, যাতে সব সমস্যা বিবেচনায় আসবে।
এর আগে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছিলেন, ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি ট্রাম্প বাতিল করে দেবেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে ১২ অক্টোবর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে এখনো এর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে দেশটির সঙ্গে বিশ্ব শক্তিগুলোর করা পরমাণু চুক্তি থেকে সরে আসার বিষয়ে নিজের অবস্থানের কথা জানাতে পারেন ট্রাম্প। এতে করে চুক্তিটি অকার্যকর হয়ে পড়তে পারে।
ট্রাম্প প্রশাসন বলেছে, ইরান চুক্তিটির জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন ভাঙেনি, যেটি দেশটি পরমাণু অস্ত্রের উন্নয়ন ঠেকাতে করা হয়েছিল কিন্তু তেহরান চুক্তিটির ‘আদর্শ’ ভেঙেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংলাপের পর এই ইস্যুটি আবার নতুন করে সামনে এসেছে।
নাম না প্রকাশের শর্তে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সাইবার গুপ্তচরবৃত্তি, লেবাননের হিজবুল্লাহসহ মার্কিন প্রশাসনের তালিকায় থাকা জঙ্গি সংগঠনগুলোকে মদদদানের জবাবে উদ্দেশ্যমূলক নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।