ইরাকের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

হোয়াইট হাউস অফিস সূত্রের বরাত দিয়ে এ খবর দেয় আল আরাবিয়া নিউজ।

খবরে জানানো হয়, পেন্টাগন এবং অভ্যন্তরীণ বিভাগের অনুরোধেই নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আইএসের বিরুদ্ধে ইরাকের লড়াইয়ের বিষয়টি সামনে রেখে হোয়াইট হাউসকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানায় তারা।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে ট্রাম্প প্রথমবারের মতো ভাষণ দেন।

কংগ্রেসের ভাষণের সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তার আগের নেয়া কিছু সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন।

তিনি বলেন, বাস্তবসম্মত এবং ইতিবাচক অভিবাসন আইন করা সম্ভব। যেখানে আমেরিকানদের চাকরির সুযোগ ও শ্রমের মূল্য বৃদ্ধি পাবে, জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আইনের প্রতি আমাদের সম্মান বৃদ্ধি পাবে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই গত ২৮ জানুয়ারি সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের উপর যুক্তরাষ্টে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।

যা পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট স্থগিত করে।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দরে অচলাবস্থা
পরবর্তী নিবন্ধকেমন যাবে আজকের দিন