পপুলার২৪নিউজ ডেস্ক:
ইরাকে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক নিহত হয়েছেন। আগে থেকে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এ দুই সাংবাদিকের মৃত্যু হয়।
ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ডেথ ওয়াচের মতে, ২০১৬ সালে ইরাককে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য বিপজ্জনক জায়গা হিসেবে ঘোষণা করা হয়।
ফ্রান্স টেলিভিশনের প্রতিনিধি স্টিফেন ভিলেন্যুভে ও কুর্দি সাংবাদিক বখতিয়ার আদাদ ইরাকের বিশেষ বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে খবর সংগ্রহে দায়িত্বরত ছিলেন। মসুল শহর নিয়ন্ত্রণ নিতে এক অভিযানের সঙ্গে ছিলেন তারা। এতে আরো দুই জন ফরাসী সাংবাদিক আহত হন বিস্ফোরণে।
আহত আরেক সাংবাদিক স্যামুয়েল ফোরোও ফ্রান্সের দৈনিক ‘লে ফিগারো’সহ অনেক ফরাসি গণমাধ্যম সংস্থার জন্য কাজ করছিলেন মসুলে।