এফবিআইর সাবেক প্রধান জেমস কমি বলেছেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনই জয়ী হতেন বলে তার বিশ্বাস। তিনি বলেন, ইমেইল কেলেঙ্কারি ও এটা নিয়ে এফবিআইর তদন্ত হিলারির পরাজয়ের অন্যতম প্রধান ‘ফ্যাক্টর’ ছিল।
সম্প্রতি এবিসিকে এক সাক্ষাৎকারে কমি এ কথা বলেছেন। রোববার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। নির্বাচনে পরাজয়ের জন্য সে সময় কমিকেই দোষ দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি।
গত মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সব সম্ভাবনাই ছিল হিলারির। কিন্তু নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই অভিযোগ ওঠে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ইমেইল অপব্যবহার করেছেন হিলারি। এরপরই বিস্তারিত তদন্তে নামেন সাবেক এফবিআই প্রধান কমি।
সাক্ষাৎকারে কমি বলেন, তার বিশ্বাস ছিল নির্বাচনে হিলারিই জিতবেন। তবে তার বিজয় যাতে বৈধ হয় তা নিশ্চিত করার আকাক্সক্ষাই নতুন করে তদন্ত শুরু করতে ভূমিকা রেখেছিল। তিনি বলেন, আমার মনে হয় না সে সময় বিষয়টি নিয়ে সচেতনভাবে চিন্তা করেছিলাম। তবে বিষয়টি তাই।
কেননা আমি এ সময় তদন্তে হাত দিলাম যখন পুরো বিশ্বই নিশ্চিত, ডোনাল্ড ট্রাম্পকে হারাতে যাচ্ছেন হিলারি। আমি নিশ্চিত, ইমেইল তদন্তই তার হারের পেছনে বড় ফ্যাক্টর ছিল।’
কমি বলেন, ‘এটা অনেকটা নিশ্চিত ছিল, হিলারিই প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। সে সময় আমি যদি মার্কিন জনগণের কাছে তার ইমেইল কেলেঙ্কারির বিষয়টি ধামাচাপা দিতাম, পরে কোনো সময় বিষয়টি ফাঁস হলে তিনি তার বিজয় কোনো বৈধতা পেত না।’
কমির এ মন্তব্য তার স্মৃতিকথামূলক বই ‘আ হাইয়ার লয়্যালটি : ট্র–থ, লাই অ্যান্ড লিডারশিপ’তেও উঠে এসেছে।
পরাজয়ের কিছুদিন পর নিজের হারের জন্য কমিকেই দায়ী করেন হিলারি। তিনি বলেন, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তার ইমেইল নিয়ে পুনরায় তদন্তের হঠাৎ ঘোষণা নির্বাচনী প্রচারণার শক্তি নষ্ট করে দেয়। ২০১৫ সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগটি উঠলেও সে সময় এক তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে জানায় এফবিআই। এ কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।