ইমরুলের স্ক্যান রিপোর্টের অপেক্ষা; দুঃশ্চিন্তায় বাংলাদেশ!

 পপুলার২৪নিউজ ডেস্ক:

13কিউই সফরে একের পর এক ইনজুরিতে বিধ্বস্ত বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম।

তার বদলে উইকেট কিপিং করতে নামেন ইমরুল কায়েস। দুই দিন কিপিং করে গড়েন বিশ্বরেকর্ড। কিন্তু চতুর্থ দিন তাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে!চলতি সফরে এটা ইমরুলের দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়া। দুই দিন মিলিয়ে প্রায় দেড়শ ওভার উইকেট কিপিং করেছেন তিনি। ৫টি ক্যাচ নিয়েছেন। কিপিং করেছেন এক কথায় অসাধারন! কিউইরা অল-আউট হওয়ার পর ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের সাথে নামেন ওপেন করতে। খুব স্বাভাবিকভাবেই তিনি ছিলেন ক্লান্ত। কিন্তু বড় লিড নেওয়ার জন্যই দুই ওপেনার শুরু থেকেই আক্রমণে যান। বাংলাদেশের রান বাড়ছিল তরতর করে। কিন্তু এরপই বিপত্তি!

১৩তম ওভার করতে এসেছিলেন নেইল ওয়াগনার। ওভারের পঞ্চম বলে একটি রানের জন্য কল দেন তামিম ইকবাল। সেই রানটি নিতে গিয়েই সম্ভবত বাম উরুতে চোট পান ইমরুল। প্রচণ্ড যন্ত্রণায় তিনি হাঁটতে পারছিলেন না। একসময় মাঠে শুয়ে ছটফট করতে থাকেন। শেষ পর্যন্ত ২ চার ১ ছক্কায় অপরাজিত ২৪ রান করা ইমরুলকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর পরই অ্যাম্বুল্যান্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে স্ক্যান করা হয়েছে তার পায়ে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না ইনজুরি কতটা গুরুতর।

এদিকে ইমরুলের বিদায়ের পর চতুর্থ দিনের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত ৩ উইকেট হারিয়ে এখন চাপে টাইগাররা। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে কিপিং কে করবে সেটা নিয়ে তৈরি হয়েছে শংকা। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকা মুশফিক ব্যাটিং করতে চেয়েছিলেন। এবার হয়তো তাকে কিপিং গ্লাভসও হাতে তুলে নেওয়া লাগতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইজতেমায় নারীদের অংশগ্রহণ
পরবর্তী নিবন্ধগ্লোবাল সিটিজেন হিসেবে শিশুদের শিক্ষা গ্রহণ করতে হবে: বেনজির