ইমরান সরকারের ওপর হামলার প্রতিবেদন ২৩ অক্টোবর

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে ৪-৫ জন আহত হন।

হামলার পর গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১০-১১ জনকে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদির তেলক্ষেত্রে হামলা, তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি
পরবর্তী নিবন্ধমোদিকে হুমকি দিয়ে বিপাকে পাক অভিনেত্রী (ভিডিও)