খাইবার পখতুনখাওয়া থেকে নির্বাচিত এমপি আয়েশা সম্প্রতি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ইমরান খান তাকে অশালীন এসএমএস পাঠিয়েছেন। তাতে তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যে, তা হজম করার মতো নয়। প্রায় এ সপ্তাহ ধরে এ নিয়ে পাকিস্তানে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
পিটিআইয়ের এক সদস্য অভিযোগ করেছেন, আয়েশা গুলেলাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করছেন রেহাম খান। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন রেহাম খান টুইটারে লিখেছেন, অন্যদের সম্মানহানি করার জন্য কোনো নারী বা অ্যাঙ্করকে তিনি ব্যবহার করেননি।
তিনি আরও বলেন, আয়েশার সঙ্গে তার কোনো যোগাযোগই হয়নি। রেহাম লিখেছেন, আমার মুখপাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খাঁটি একজন স্বতী খান। আমি কাপুরুষের মতো নই। আমি ষড়যন্ত্র করি না এবং কোনো কিছু ঢাকার চেষ্টা করি না। তিনি এ বিষয়ে তাকে টেনে না নিতে অনুরোধ করেছেন।
পিএমএলএন নেতা আমির মুকামের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন রেহাম।
উল্লেখ্য, পিটিআই ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার আগে পিএমএলএনের এই নেতার সঙ্গে সাক্ষাত করেছিলেন আয়েশা। এ ইস্যুতে রবিবার এক সংবাদ সম্মেলন করেছেন রেহাম। এতেও তিনি টুইটের ওই বার্তা পুনরুল্লেখ করেছেন। তিনি বলেছেন, কাউকে ছোট করা আমাদের রীতি নয়। আমি কোনো পরিকল্পনার অংশ নই।