পপুলার২৪নিউজ প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন।
প্রসঙ্গত, বিএনপিসহ অধিকাংশ দলের আপত্তির মধ্যেই এবার সংসদ নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে।
একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ছয়টি আসন ঠিক করেছে নির্বাচন কমিশন।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।