ইন্টারপোলের সন্ত্রাসী তালিকার এক বাংলাদেশি ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্টারপোলের ভয়ঙ্কর সন্ত্রাসীদের তালিকায় থাকা এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশে ফেরত পাঠানো ৪০০ জনের মধ্যে রয়েছেন ওই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)’ বহিষ্কৃতদের মধ্যে এক বাংলাদেশি থাকার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২৮ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে ইমিগ্রেশনের আইন লঙ্ঘনকারীর সংখ্যাই ছিল বেশি। তারা দালালের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় গ্রেপ্তার হয় বলে জানিয়েছে আইস।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্সের (ইআরও) নির্বাহী সহযোগী পরিচালক ম্যাথিউ আলবেন্স বলেছেন, “ভয়ঙ্কর অপরাধীদের ধরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এ অভিযান কখনোই থামবে না। আমেরিকানদের নিরাপত্তার স্বার্থেই আমরা তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।”

পূর্ববর্তী নিবন্ধ২০২৪-এর মধ্যে জনসংখ্যায় চীনকে টপকাবে ভারত
পরবর্তী নিবন্ধইংল্যান্ডে ফিরতে চান রোনালদো