ইতিহাস ‘বিকৃতি’র অভিযোগে লাঞ্ছিত বানসালি

পপুলার২৪নিউজ ডেস্ক:
16ইতিহাস ‘বিকৃতি’র অভিযোগে শ্যুটিং সেটেই লাঞ্ছিত হয়েছেন বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

সম্প্রতি জয়পুরের জয়গড় দুর্গে বানসালির নতুন ছবি ‘পদ্মাবতীর’ শ্যুটিং সেটে এ ঘটনা ঘটে।

জানা যায়, চিতোরের রানি পদ্মিনীর জীবন কাহিনী নিয়ে নতুন সিনেমা ‘পদ্মাবতী’ নির্মাণ করছেন বানসালি। জয়গড় দুর্গে সিনেমাটির শ্যুটিং চলাকালে ‘রাজপুত কর্ণী সেনা’ নামে এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালান। তারা সেটে ঢুকে পড়ে চড়াও হন পরিচালকের ওপর।

ইউনিটের কলাকুশলীরা বুঝে ওঠার আগেই কর্নী সেনারা তাণ্ডব শুরু করেন। তাদের হাতে চড়-থাপ্পড় খেয়ে পড়ে যান পরিচালক। তার চুল ধরেও টানা হয়।

পরে কোনোক্রমে বানসালিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে দুষ্কৃতিকারীরা সেটের দামি যন্ত্রপাতি ভাংচুর করে।

কর্নী সেনাদের অভিযোগ, সিনেমায় রানি পদ্মিনীকে ‘খারাপভাবে’ উপস্থাপন করা হচ্ছে। সিনেমায় তার চরিত্রকে নোংরাভাবে উপস্থাপন করে রাজস্থানের ‘অসম্মান’ করা হচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি, যে আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচাতে জহর ব্রত করেছিলেন রানি পদ্মিনী, সিনেমায় সেই আলাউদ্দিনের সঙ্গেই ছবির ‘পদ্মাবতী’র ঘনিষ্ঠ মুহূর্ত দেখানোর কাজ চলছে।

তবে এই দাবি সত্যি কি না, তার কোনো প্রমাণ মেলেনি।

এর আগে ‘জোধা আকবর’-এর শ্যুটিংয়ের সময়েও বিক্ষোভ দেখিয়েছিল তারা।

চিতোরের রানি পদ্মিনীর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘পদ্মাবতী’। এতে রানি পদ্মিনীর চরিত্রে দীপিকা পাড়ুকোন, আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংহ ও রাজা রত্নসেনের ভূমিকায় শহিদ কাপুর অভিনয় করছেন।

পূর্ববর্তী নিবন্ধসার্চ কমিটির বৈঠক শুরু
পরবর্তী নিবন্ধকাশ্মীরে তুষার ধসে ২০ ভারতীয় সেনার মৃত্যু